GMT Time Clock Widget

gmt to pst time


চলুন আজ আপনাদের সেই বড় বড় অর্থনৈতিক নিউজগুলো দেখাই। আমি শুধু এই কয়েকটাই ট্রেড করি। মনে রাখবেন, এই নিউজগুলো দিয়েই বড় সুইং তৈরী হয়। আমি ৬০০ পিপস পর্যন্ত দেখেছি ৪ দিনে।
১) এনএফপি-১: ইউএসডি। বাংলাদেশ সময় সন্ধা ৬.৩০ মি: প্রতি মাসের প্রথম শুক্রবার। ৬০-২৫০ পিপস।
২) এনএফপি-২: GBP Claimant Count Change এটি প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মি। এটিকে ২য় এনএফপি বলা হয়। ৭০-১২০ পিপস।
৩) এনএফপি-৩: AUD Employment Change এটি প্রতি মাসের ১০ম দিনে বাংলাদেশ সময় সকাল ৭.৩০ মি। এটিকে ৩য় এনএ্ফপি বলা হয়। ৭০-১৫০ পিপস।
৪) ইউএসডি: এফওএমসি। বাংলাদেশ সময় রাত ১২.০০ টায় বছরে ৮ বার। ৬০-৪০০ পিপস।
৫) USD ADP Non-Farm Employment Change। ৫০-১৫০ পিপস।এটি প্রতি মাসের ২য় দিন বাংলাদেশ সময় সন্ধা ৬.১৫মি:।
এটি দ্বারা কৃষি ও সরকারী চাকুরী বাদে অন্য সকল চাকুরীজীবির পরিবর্তনের হার নির্দেশ করে।
৬) AUD Monetary Policy Meeting Minutes ৬০-৪০০ পিপস।
৭) GBP MPC Rate Statement ( এফওএমসি), যে কোন সময় হতে পারে। 7০-4০০ পিপস।
৮) জিপিবি- কন্সট্রাকশন পিএমআই। এটি প্রতি মাসের ২য় দিন বাংলাদেশ সময় বিকাল ২.৩০ মি:। ৩০-৭০ পিপস। এটি নির্মাণ শিল্পে ক্রয় ক্ষমতা নিদের্শ করে।
৯) জিপিবি- সার্ভিস পিএমআই। এটি প্রতি মাসের ৩য় দিন বাংলাদেশ সময় বিকাল ২.৩০ মি:। ৩০-৭০ পিপস। এটি শিল্পের সেবার ক্রয় ক্ষমতা নিদের্শ করে।
১০) আইএসএম মেনুফেকচুইরিং পিএমআই- প্রতি মাসের প্রথম দিন বাংলাদেশ সময় সন্ধা ৬.৩০ মি:।৫০-১৫০পিপস। এটি আমেররিকার এর উৎপাদন শিল্পের জন্য ক্রয় ক্ষমতা নিদেশ করে, এটি একটি দেশের প্রোডাকশন ক্ষমতা বাড়বে না কমবে – তার একটি নিদের্শক হিসেবে কাজ করবে।
১১) ইউরো:- আন-ইমপ্লয়মেন্ট রেট-
প্রতি মাসের ৩০ দিন পর পর বাংলাদেশ সময় বিকাল ৩ টায়। ৪০-১০০ পিপস।
এটি ইউরো এর বেকার সংখ্যার রেট প্রকাশ করে যা জিডিপি এর জন্য খুবই গুরত্বপুর্ন।
১২) এইউডি:- ক্যাশ রেট। এটি প্রতি মাসের প্রথম মঙ্গল বার বাংলাদেশ সময় ১০.৩০ মিনিট। জানুয়ারী মাস ছাড়া। ৩০-১০০ পিপস।
এটি ব্যাংক এর ডিপোজিটের উপর সুদের হার নির্দেশ করে।
১৩) এইউডি- রিটেল সেলস এম/এম। এটি প্রতি মাসের ৩৫তম দিনে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মি: ৩০-৭০ পিপস। এটি দিয়ে খুজরা বিক্রেতার মোট মান নিদের্শ করে।
১৪) USD Core Retail Sales m/m
USD Retail Sales m/m
Released monthly, about 14 days after the month ends; বাংলাদেশ সময় ৬.৩০ মি। ৩০-৭০ পিপস।
১৫) ইন্টারেষ্ট রেট। এটি- ইউএসডি, এইউডি, জিবিপি, কানাডা, সুইজ, এনজেডডি, জাপান , সকলের ই আছে।
১৬) জিডিপি। এটি- ইউএসডি, এইউডি, জিবিপি, কানাডা, সুইজ, এনজেডডি, জাপান , সকলের ই আছে।
১৭) ৬:30 USD Core Durable Goods Orders (MoM) – ৫০-১৫০ পিপস। প্রতি মাসের ২৬ তারিখ।
বহুত জ্ঞান ও ডিসিপ্লিন ওয়ালা ট্রেডিং প্লান দিলাম। এখন ধর্য্য সহকারে আপনাকে এগুলো ট্রেড করতে হবে। এর বাইরে পিপিআই ও সিপিআই ট্রেড টা আমার পছন্দ না।
বি: দ্র: সবচেয়ে খারাপ ট্রেড হচ্ছে- ইউএসডি এর প্রতি বৃহষ্পতি বার সন্ধা ৬.৩০ মি: ইনিশিয়াল জব ক্লেলেমস। এটা করবেন তো আপনার জীবন ও ক্লেইমফুল হয়ে যাবে।
ভালা থাকেন সবাই।
আজ আমার ট্রেডিং প্লান আপনাদের বলব।এটি শুধু প্রতি মাসের ১ম ও ২য় সপ্তাহের ফান্ডামেন্টাল বিষয়ে। টেকনিকাল বিষয়ে মোটামুটি আমরা সবাই একটু একটু করে জানি কিন্তু ফান্ডামেন্টল এ আমরা সবাই কমবেশি দুর্বল।
মনে রাখবেন। ফরেক্স ট্রেডারদের সবচেয়ে গুরুত্বপুর্ন সপ্তাহ হল ১ম ও ২য় সপ্তাহ।
জিবিপি- মাসের ১ম দিন।
মেনুফেকচুইরিং পিএমআই – প্রতি মাসের প্রথম দিন বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মি:। ৩০-৭০ পিপস।
এটি ইংল্যান্ড এর উৎপাদন শিল্পের জন্য ক্রয় ক্ষমতা নিদেশ করে, এটি একটি দেশের প্রোডাকশন ক্ষমতা বাড়বে না কমবে – তার একটি নিদের্শক হিসেবে কাজ করবে।
ইউএসডি-মাসের ১ম দিন।
আইএসএম মেনুফেকচুইরিং পিএমআই- প্রতি মাসের প্রথম দিন বাংলাদেশ সময় সন্ধা ৬.৩০ মি:।৫০-১৫০পিপস। এটি আমেররিকার এর উৎপাদন শিল্পের জন্য ক্রয় ক্ষমতা নিদেশ করে, এটি একটি দেশের প্রোডাকশন ক্ষমতা বাড়বে না কমবে – তার একটি নিদের্শক হিসেবে কাজ করবে।
ইউরো:- আন-ইমপ্লয়মেন্ট রেট-
প্রতি মাসের ৩০ দিন পর পর বাংলাদেশ সময় বিকাল ৩ টায়। ৪০-১০০ পিপস।
এটি ইউরো এর বেকার সংখ্যার রেট প্রকাশ করে যা জিডিপি এর জন্য খুবই গুরত্বপুর্ন।
এইউডি:- ক্যাশ রেট। এটি প্রতি মাসের প্রথম মঙ্গল বার বাংলাদেশ সময় ১০.৩০ মিনিট। জানুয়ারী মাস ছাড়া। ৩০-৬০ পিপস।
এটি ব্যাংক এর ডিপোজিটের উপর সুদের হার নির্দেশ করে।
*** ইউএসডি- এনএফপি। এটি প্রতি মাসের ১ম শৃক্রবার বাংলাদেশ সময় সন্ধা ৬.৩০মি:। ৭০-১৫০ পিপস।
ট্রেডারদের সবচেয়ে পছন্দের নিউজ। এর কথা আশাকরি সবাই জানেন।
জিপিবি- কন্সট্রাকশন পিএমআই। এটি প্রতি মাসের ২য় দিন বাংলাদেশ সময় বিকাল ২.৩০ মি:। ৩০-৭০ পিপস। এটি নির্মাণ শিল্পে ক্রয় ক্ষমতা নিদের্শ করে।
জিপিবি- সার্ভিস পিএমআই। এটি প্রতি মাসের ৩য় দিন বাংলাদেশ সময় বিকাল ২.৩০ মি:। ৩০-৭০ পিপস। এটি শিল্পের সেবার ক্রয় ক্ষমতা নিদের্শ করে।
এইউডি- রিটেল সেলস এম/এম। এটি প্রতি মাসের ৩৫তম দিনে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মি: ৩০-৭০ পিপস। এটি দিয়ে খুজরা বিক্রেতার মোট মান নিদের্শ করে।
এইউডি- ট্রেড ব্যালেন্স। এটি প্রতি মাসের ৩৫তম দিনে বাংলাদেশ সময় সকাল ৭.৩০ মি। ৩০-৭০ পিপস। এটি দিয়ে আমদানি ও রপ্তানীর পার্থক্য এর মান নিদের্শ করে।
*** USD ADP Non-Farm Employment Change। ৫০-১৫০ পিপস।এটি প্রতি মাসের ২য় দিন বাংলাদেশ সময় সন্ধা ৬.১৫মি:।
এটি দ্বারা কৃষি ও সরকারী চাকুরী বাদে অন্য সকল চাকুরীজীবির পরিবর্তনের হার নির্দেশ করে।
USD Unemployment Claims এটি প্রতি সপ্তাহের ৫ দিনে বাংলাদেশ সময় ৬.৩০ মি। ৩০-৭০ পিপস। এটি দ্বারা বেকারদের চাকুরীর জন্য ক্লেইমস এর হার বুঝায়।
*** GBP Claimant Count Change এটি প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মি। এটিকে ২য় এনএফপি বলা হয়। ৭০-১২০ পিপস।
*** AUD Employment Change এটি প্রতি মাসের ১০ম দিনে বাংলাদেশ সময় সকাল ৭.৩০ মি। এটিকে ৩য় এনএ্ফপি বলা হয়। ৭০-১৫০ পিপস।
USD Core Retail Sales m/m
USD Retail Sales m/m
Released monthly, about 14 days after the month ends; বাংলাদেশ সময় ৬.৩০ মি। ৩০-৭০ পিপস।
এগুলা ছাড়াও আরও অনেক নিউজ আসে, সেগুলা মাঝে মাঝে বড় ক্যা্েডল তৈরি করবে, কিন্তু বেশিরভাগই স্পাইক করার উস্তাত। একবার ভাবুন, আমাদের সেই সব নিউজএর আগে ট্রেড করতে হবে যেগুলোতে সর্বনিন্ম ৪০ পিপ প্রফিট হয় আর বেশি হলে ১০০-২০০-৩০০ যাই হোক না কেন। কারন একটা ট্রেড দেওয়া মানে ২০পিপ রিক্স নিয়ে ট্রেড করা। তাহলে ২০ পিপ প্রফিটের জন্য ২০ পিপ রিক্স নেওয়া আমি মনে করি গাধামি করা।
সুইং ট্রেডিং:
জিবিপি/ইউএসডি তে কয়েকটি সুয়িং ট্রেড প্রতি মাসে পেতে পারেন, তবে সুইং ট্রেড বা ইনট্রাডে ট্রেড পাওয়ার কোন গ্যারান্টি নাই। তবে সুবিধা যেমন আছে আবার অসুবিধাও আছে।
দুটি বা তিন-চারটি বড় বড় অর্থনৈতিক নিউজ মিলে একটি সুইং ট্রেড তৈরি হয়। কিন্তু আপনাকে কন্ডিশনগুলো জানতে হবে।
যেমন ধরেন- প্রতি মাসের ১ ম দিন দুপর ২.৩০মি: এ জিবিপির মেনুফেকচুইরিং পিএমআই নিউজ এ খারপ করল তার মানে মার্কেট ডাউন হল – ৭০-৯০ পিপস। এর পর ৩ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত রিট্রেসমেন্ট করবে। আবার ঐ দিন ইউএসডির ৬.৩০ মি: এ আইএসএম ম্যানুফেচুইরিং পিএমআই নিউজটি থাকবে। এখন যদি এটাও আবার ভাল হয় তো বুজতে পারছেন কি আপনি একটা বড় দান মারতে যাচ্ছেন। মানে মার্কেট ডাউন আর ডাউন।
আবার, পরের দিন যদি কপাল ভাল থাকে তো- আবার
জিবিপির দুপর ২.৩০ টায় কন্সট্রাকশন পিএমআই আর সন্ধায়- ইউএসডির এডিপি নন ফার্ম ইমপ্লয়মেন্ট চেঞ্জ। ????
আমি আবার বলছি যে মার্কেট শুধু যে আমার এই স্বপ্নের মত হবে কোন গ্যারান্টি নাই তবে আমি এই মাসে ২ টা পেয়েছি।
৩য় দিন একই ভাবে আবার জিবিপির দুপুর ২.৩০ মি: সার্ভিস পিএমআই আর সন্ধা ৬.৩০ এ আএসএম নন মেনুফেকচুইরিং পিএমআই।
আবার এর মধ্যেই পাবেন এনএফপি , কারন বেশিরভাগ সময় এই ১ম তিন দিনে শুক্রবার টা যদি পরে যায়।
তাছড়াও মাঝে মঝে আপনি লক্ষ করবেন যে, দুপুরে একটা জিবিপির ভাল নিউজ আর সন্ধায় ইউএসডি নিউজ, হতে পারে একটা ভাল সুইং ট্রেড।